সারাদেশ

কাউনিয়ায় মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা ওসি’র

  মোস্তাক আহমেদ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 17 October 2020 , 4:40:50 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা ওসি’র

মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান
মাসুম। শনিবার উপজেলার কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বালাপাড়া
ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরও বলেন মাদকসহ জুয়া এবং সন্ত্রাস কোনেটাই হতে দেয়া
হবে না, বিট পুলিশিং প্রতিটি ইউনিয়নে মানুষের দোড় গোড়ায় পুলিশের সেবা পৌছে দিবে।

পুলিশের কাছে আইনী সহায়তা পেতে কোনো ঘুষ লাগবে না,ঘুষ চাইলে আমাকে
জানাবেন,আমি ব্যবস্থা নিবো। এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনছার আলী,জেলা পরিষদ সদস্য সেলিনা
তালুকদার,আওয়ামীলীগ নেতা প্রভাষক আঃ জলিল,জাহাঙ্গীর হাসান,হাবিবুর রহমান,দেলদার আলী, বালাপাড়া বিট পুলিশিং অফিসার এসআই নজরুল ইসলাম,এএসআই শাহান শাহ প্রমূখ।

আরও খবর

Sponsered content