সারাদেশ

কাউনিয়ায় যুবলীগ নেতার সংবাদ সম্মেলন ও মানববন্ধন

  বঙ্গ ডেস্ক 24 July 2020 , 8:10:25 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় যুবলীগ নেতার সংবাদ সম্মেলন ও মানববন্ধন

কাউনিয়ায় যুবলীগ নেতা ফরহাদ হোসেন নয়নকে হত্যার উদ্যেশে সন্ত্রাসী হামলায় জরিতদের শাস্তির দাবী ও কহিনুর বাহিনীর হাত থেকে এলাকাবাসীকে রক্ষার দাবীতে গত বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

কুঠির পাড়া মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফিরোজ কবির মিলন বলেন কুর্শা ইউনিয়নের শিবু কুঠির পাড়া গ্রামের মোকছেদ আলীর স্ত্রী কোহিনুর বেগম এলাকার বেকার যুবক যুবতীদের নিয়ে কোহিনুর গ্যাং নামে একটি বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জন। এই গ্যাং এর কাজ হচ্ছে এলাকায় চুরি, ছিনতাই, চঁাদাবাজি, অগ্নি সংযোগ, জমি দখল, মাদক বিক্রি, ধর্ষণ, অপহরন ও বিভিন্ন ভাবে হুমকি প্রদানসহ সাধারন মানুষ কে জিম্মি করে অর্থ আদায় করা। এই চক্রের বিরুদ্ধে ১৪/১৫ টি মামলা ও একাধিক জিডি করেও ভুক্তভোগিরা সুফল পায়নি।

কোহিনুর গ্যাং একের পর এক এলাকায় অপকর্ম বীরদর্পে করেই চলেছে। যুবলীগ নেতা ফরহাদ হোসেন সরকার নয়ন কোহিনুর গ্যাং এর এসব অপকর্মে বাধা প্রদান করলে তাকে হত্যার উদ্যোশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে পঙ্গু করে দেয়।

কোহিনুর গ্যাং এর অত্যাচার থেকে রক্ষার জন্য জেলা প্রশাসক রংপুর, অধিনায়ক র‍্যাব-১৩ রংপুর, পুলিশ সুপার রংপুরসহ স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের কাছে বহুবার অভিযোগ করেও কোন সুফল পায়নি এলাকাবাসী।

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ও বালাপাড়া ইউনিয়নের শান্তি প্রিয় মানুষ মাদক সম্রাজ্ঞী কোহিনুর গ্যাং এর নানা অপকর্মের হাত থেকে এলাকাবাসী কে রক্ষা ও এলাকায় শান্তি ফিরে আনার জন্য সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে কুঠির পাড়া বাজারে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।