সারাদেশ

কাউনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আঃ রহমানের দাফন সম্পন্ন

  মোস্তাক আহমেদ , কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 14 November 2020 , 7:46:22 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আঃ রহমানের দাফন সম্পন্ন

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের বাসিন্দা তাজিমুদ্দিনের পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আবদার (চেন মাষ্টার) আজ শনিবার সকালে কাউনিয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নাল্লিলাহে…..রাজেউন)।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ওই দিন বিকাল তিনটায় জিগাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম, মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম মোল্লা,থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান মাসুম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক রাশেদুল ইসলাম।

এ ছাড়াও উপজেলার অনান্য মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা কর্মী,শিক্ষকসহ শতশত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। মৃত্যু কালে স্ত্রী ৩পুত্র ১কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।