মোস্তাক আহমেদ , কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 11 November 2020 , 4:39:04 প্রিন্ট সংস্করণ
কৃষি প্রনদনা ও পুর্নবাসন কর্মসূচির আওতায় কাউনিয়া উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে গত বুধবার উপজেলা বিভিন্ন গ্রামের ৫০০ সরিষা চাষির মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ ক্যাম্পাসে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাকিবুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, কৃষি কর্মকর্তা সাইফুল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক কিষানী প্রমূখ। প্রতিজন চাষিকে কেজি করে সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।