সারাদেশ

কাউনিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্র আটক

  বঙ্গ ডেস্ক 27 July 2020 , 10:36:02 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্র আটক

কাউনিয়ার হারাগাছ পৌর সভার বিদ্যাপাড়া গাছবাড়ী গ্রামে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গত রবিবার রাতে স্কুল ছাত্র তমাল হোসেন (১৫) কে পুলিশ বাড়ী থেকে আটক করেছে।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে গত ২১ জুলাই হারাগাছ পৌর সভার বিদ্যাপাড়া গাছ বাড়ীর গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বাড়ীর পাশে মাঠে বান্ধবীদের সাথে দুপুরে খেলতে থাকে। এসময় একই গ্রামের মুকুল মিয়ার পুত্র স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র তমাল হোসেন (১৫)তাকে ফুঁসলিয়ে পাশে বোনের বাড়ীতে ফাকা ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ওই শিশু শিক্ষার্থী চিৎকার করলে তাকে ভয় দেখিয়ে চিৎকার বন্ধ করা হয়। শিশুটি বাড়ীতে এসে অসুস্থ হলে মাকে ঘটনা টি খুলে বলে।

ঘটনাটি জানাজানি হলে সপ্তাহ জুড়ে চলে মিমাংসার প্রক্রিয়া। এক লক্ষটাকায় বিষয়টি দফারফার চেষ্টাও হয়। পরে গত শুক্রবার (২৪ জুলাই) শিশুটির মা হারাগাছ মেট্রো থানায় অভিযোগ করলে গত রবিবার রাতে পুলিশ ধর্ষনের অভিযোগে তমাল হোসেন কে বাড়ী থেকে আটক করে। শিশু টি কে চেকাপের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হারাগাছ মেট্রো থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন ধর্ষণের অভিযোগে তমাল হোসেন কে আটক করা হয়েছ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।