কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ 9 October 2020 , 7:29:47 প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়ায় রেক্টিফাই স্প্রীড বিক্রির অপরাধে এক হোমিও প্যাথিক ডাক্তারসহ দুইজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, শুক্রবার সকালে
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার নাজিরদহ এলাকায় অভিযান
চালিয়ে রেক্টিফাই স্প্রীড বিক্রির অপরাধে নাজিরদহ কুমারটারী এলাকার মৃত
আবু তালেবের ছেলে হাসিফুর রহমান (৩৫) নামের এক হোমিও প্যাথিক
ডাক্তারকে আটক করেছে।
ওই সময় স্প্রীড সেবনের অপরাধে নাজিরদহ এলাকার মৃত মিয়াজননের ছেলে আব্দুল বাকিকে (৫২) আটক করে পুলিশ। তাদের
বিরুদ্ধে মামলা দায়েরর পর কোট হাজতে প্রেরন করা হয়েছে। এসময় দোকান তল্লাশি করে বেশ কিছুৃ রেক্টিফাই স্প্রীড উদ্ধার করা হয়।