মোস্তাক আহমেদ, কাউনিয়া প্রতিনিধি: 8 December 2020 , 7:08:11 প্রিন্ট সংস্করণ
৯ ডিসেম্বর রংপুরের কাউনিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে এক রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধারা রংপুরের কাউনিয়াকে পাকিস্থানী হানাদারদের হাত থেকে মুক্ত করে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করেন।
উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডর সুরুজ্জামান ও ডেপুটি কমান্ডার আজহারুল ইসলাম, জানান ১৯৭১ সালের ৮ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের পাক হানাদার বাহিনী তিস্তা রেল সেতুর দক্ষিণ প্রান্তের প্রথম গার্ডারটি বোমা মেরে ভেঙ্গে দিয়ে কাউনিয়া উপজেলার শেষ প্রান্ত বুড়ালের ব্রীজ পার হয়ে পীরগাছা উপজেলায় পালিয়ে যায়। এরপর ৯ ডিসেম্বর কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঢুষমারা চরে ও টেপামধুপুর ইউনিয়নের ভাঙ্গামাল্লী বুড়িরহাটে এবং হারাগাছ ইউনিয়নের হক বাজার টেলিফোন এক্সচেঞ্জ এ প্রথম বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। তবে এ নিয়ে ভিন্ন মত প্রকাশ করে আনেকে বলেছেন কাউনিয়া মুক্ত হয়েছে ১৫ ডিসেম্বর। তাদের মতে ১৫ ডিসেম্বর পাকহানাদার বাহিনী কাউনিয়া রেল ষ্টেশন,তকিপল বাজার ও রেল গেটে সাদা পতাকা উত্তোলন করে কাউনিয়া ছেড়ে চলে যান আর তখনই কাউনিয়া পাকহানাদার মুক্ত হয়।