সারাদেশ

কালিয়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  মির্জা মাহমুদ রন্টু , নড়াইল প্রতিনিধি 6 December 2020 , 8:57:18 প্রিন্ট সংস্করণ

কালিয়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে বাই সাইকেল পেলো ১০ মেধাবী ছাত্রী।

এছাড়া করোনা প্রতিরোধে ১৫০জনের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান ও ব্লিচিং পাউডার সহ স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিনে এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় বাই সাইকেল ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সালামাবাদ ইউনিয়ন পরিষদ ভবনে সাইকেল ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সালামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।

ইউপি চেয়ারম্যান শামীম আহম্মেদ জানান, এলজিএসপি প্রকল্প-৩ এর অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী ছাত্রীদের মাঝে একটি করে সাইকেল বিতরণ করা হয়েছে।

এসব ছাত্রীদের বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দুরত্ব বেশি হওয়ায় কষ্ট করে স্কুলে যেতে হতো। সাইকেল দেওয়ায় তাদের সেই কষ্ট দূর হবে।

এছাড়া করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় ১৫০ জনের মাঝে মাস্ক, স্যানিটাইজার, লাইফবয় সাবান ও ব্লিচিং পাউডার সহ স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।