সারাদেশ

কালুরঘাট ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

  মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ 26 September 2020 , 5:16:05 প্রিন্ট সংস্করণ

কালুরঘাট ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

রংপুরের মিঠাপুকুরে অবিরাম বর্ষণের কারণে কালুরঘাট ব্রিজের সাথে সংযুক্ত সড়ক ভেঙ্গে গেছে। ব্রিজের সংযোগ সড়কের একাংশ ধ্বসে পড়ে নদীতে বিলীন হয়ে গেছে।

সড়কটি ভেঙ্গে যাওয়ার কারণে হুমকির মুখে পড়েছে ব্রিজটি। চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।

 

ব্রিজের সাথে সংযোগ সড়কটি ভেঙ্গে যাওয়ার কারণে মিঠাপুকুর-পীরগাছা
উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোন রকমে নৌকা দিয়ে পারাপার করছেন স্থানীয়রা। মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের কালুরঘাটে নির্মিত ৯০ ফুট দৈর্ঘ্যের এই ব্রিজটি দুই উপজেলার মানুষের
যাতায়াতের একমাত্র ব্রীজ।

দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ব্রিজটির বড় ধরনের ক্ষতির
হওয়ার আশঙ্কা করছেন স্থানীরা।

শুক্রবার উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন,ভাইস
চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, উপজেলা প্রকৌশলী আকতারুজ্জামান ও স্থানীয়
সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।