
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“কোভিড-১৯ সংকট’ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন প্রমুখ। এতে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।