বঙ্গ ডেস্ক 8 August 2020 , 6:46:23 প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ উপজেলায় এক শিশু নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে। আজ শনিবার বড়ভিটা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম মারুফ(৮)। সে একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে একই গ্রামের নানা মজিবর রহমানের বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার দুপুরে শিশু মারুফ সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আজ শনিবার সকাল ১০ টায় বড়ভিটা পশ্চিমপাড়া হুসাইনিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন পুকুরে তারর মৃত দেহ ভেসে উঠে। এসময় ক’জন যুবক তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে শিশু মারুফের লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম হারুন-অর-রশিদ পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।