
নীলফামারীর কিশোরগঞ্জে এক অনার্স পড়ুয়া ছাত্রীর পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব ব্রাহ্মনপাড়ার গোলাম মর্তুজার বড় মেয়ে নীলফামারী মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের রাষ্ট্র বিজ্ঞান পড়ুয়া ছাত্রী তাদের বাগানে হাঁটতে যায়। সে বাড়ীতে ফিরে না আসায় তার মা আকতারুন্নাহার তাকে অনেক খোঁজা খুঁজি করে তাদের বাড়ীর পাশে থাকা পুকুরে তার লাশ উদ্ধার করে বাড়ী নিয়ে যায়। পুকুরটিতে হাঁটুপানি রয়েছে। পরে কিশোরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি ।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ বলেন, লাশের সুরতহাল করে মর্গে পাঠিয়েছি।