উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়- মঙ্গলবার রাতে কে বা কারা অফিসের ক্যাশিয়ার ও অফিস সহকারী রুমের জানালার রড ভেঙ্গে অফিসে রক্ষিত কাগজপত্র তছনছ করে।
ওই সময় আলমারীতে থাকা প্রয়োজনিয় ফাইলপত্র এলোপাথারী করে রাখে। তবে চোরেরা মুল্যবান কোন জিনিসপত্র লোপাট করেনি বলে ধারণা করা হচ্ছে।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ জানিয়েছেন, দৃশ্যমান কোন জিনিসপত্র খোয়া যায়নি। হাসপাতালে পাহারারত নৈশ্য প্রহরীর আগমন টের পেয়ে চোরেরা চম্পট দিয়েছে ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ ব্যাপারে হাসপাতাল কর্তপক্ষ থানায় একটি জিডি করেছেন।