বঙ্গ ডেস্ক 7 August 2020 , 8:28:55 প্রিন্ট সংস্করণ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রেস ক্লাবের আহবায়ক ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ তনা (৪০) করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা উপসর্গ থাকায় তিনি গত ৪ আগষ্ট কিশোরগঞ্জ হাসপাতলে নমুনা দেন। ৬ আগস্ট তার করোনা পজেটিভ রেজাল্ট আসে ।আবু হাসান শেখ তনা দৈনিক করতোয়া ও জয়যাত্রা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি। এছাড়া তিনি জনপ্রিয় অনলাইন ঢাকা টাইমস, জুমবাংলা, ফোকাসবিডি ২৪ডট কম, জার্নাল বিডি২৪কম’র উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন ।
বর্তমানে তিনি কিশোরগঞ্জ মুন্সিপাড়ার বাসায় হোম আইসোলেসনে আছেন। তিনি সুস্থ্য রয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।