বঙ্গ ডেস্ক 1 September 2020 , 10:46:46 প্রিন্ট সংস্করণ
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় কিশোরগঞ্জে বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৩ টার সময় উপজেলা চত্বরের মেসার্স তকদির ভান্ডারে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায়, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়কবৃন্দ, সকল অংগ সংগঠনের নেতা কর্মীগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম ডালিম, ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম দুলু, ছাত্রদলের আহবায়ক ইবনে সাইদ সুজন, সদস্য সচিব সোহেল রানা( রাসেল প্রামানিক), সেচ্ছাসেবক দলের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ছলিম হোসেন প্রমুখ।