সারাদেশ

কুমিল্লায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুজনের মৃত্যু

  বঙ্গ ডেস্ক 3 October 2020 , 12:49:00 প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুজনের মৃত্যু

কুমিল্লার স্টার লাইন পরিবহনের একটি বাসের সাঙ্গে মাইক্রোবাসের ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

 

শনিবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোরপাই এলাকায় ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের বাসটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও এক নারী যাত্রী নিহত এবং পাঁচজন আহত হন।

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ দুটি উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় নিয়ে যায় আর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আরও খবর

Sponsered content