সারাদেশ

তারাগঞ্জে এক যুবকের বিষ পানে আত্নহত্যা

  বঙ্গ ডেস্ক 19 July 2020 , 11:55:33 প্রিন্ট সংস্করণ

রংপুরের তারাগঞ্জে এক যুবক বিষ পানে আত্নহত্যা করেছে। জানা গেছে , উপজেলার কুর্শা ইউনিয়নের ময়দান পাড়া গ্রামের জহির খানের ছেলে ওসমান খাঁন (৩০) রোববার (১৯ জুলাই) অনুমান সন্ধ্যা ৭টার দিকে বিষ পান করেন। পরে তার স্বজনেরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এলাকাবাসি জানান, প্রায় পাঁচ বছর আগে ওসমান বিয়ে করেছিল। তারপর সেই সংসার হয়নি তার। ওই সংসার জীবনের একটা সন্তান আছে তার। এসব নানা দুচিন্তায় দিনে দিনে ওসমান মানসিক রোগী হয়ে যায়।
ওসমানের বাবা জহির জানান, তার ছেলে অনেক আগে থেকে মানসিক ভারসাম্যহীন। কখন কি করে বসে তার কোন ঠিক নেই।
ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি তদন্ত শুকুর আলী মিয়া জানান, বিষ পানে আত্নহত্যার বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মানসিক রোগী ছিল বলে জানা গেছে, তবে ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।