সারাদেশ

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সহ পরিবারে আরও ৩ জন করোনা পজিটিভ

  প্রতিনিধি 7 August 2020 , 1:23:03 প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সহ পরিবারে আরও ৩ জন করোনা পজিটিভ

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর এবার তার পরিবারের আরও ৩ জনের শরীরে
প্রাণঘাতী কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেছে।

গত বুধবার ঢাকার নির্দিষ্ট একটি ল্যাব থেকে করোনা ভাইরাস এর নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে এমপি পুত্র সালমান হাসান ডেভিড মারজান, কন্যা ব্যারিস্টার আফরুহা আফরীন মারফী ও পুত্রবধূ নিমিলিতা ইসলাম এর শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়। বিষয়টি  সালমান হাসান ডেভিড মারজান নিজেই নিশ্চিত করেছেন। তারা বর্তমানে ঢাকার এমপি হোস্টেলে আইসোলেশনে রয়েছেন।

বৃহস্পতিবার সালমান হাসান ডেভিড মারজান গলায় সামান্য ব্যথা অনুভব করলেও আজকে তারা তিন জনেই  অনেকটা সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। এদিকে এমপি অধ্যাপক এম এ মতিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। এমপি‘র করোনা
পজিটিভ ধরা পড়লে তাকে পুত্র সালমান হাসান ডেভিড মারজান, কন্যা
ব্যারিস্টার আফরুহা আফরীন মারফী ও পুত্রবধূ নিমিলিতা ইসলাম একই
গাড়িতে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে
আসেন, ওই সময় তারা সংক্রমিত হয়েছেন বলে একাধিক চিকিৎসক মন্তব্য
করেন। এমপি পুত্র সালমান হাসান ডেভিড মারজান তাদের গোটা পরিবারের
জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আরও খবর

Sponsered content