ধর্ম

কোরআনের বাণী

  বঙ্গ ডেস্ক 14 July 2020 , 7:31:57 প্রিন্ট সংস্করণ

কোরআনের বাণী

বিপদে আল্লাহর কাছে আশ্রয় চাও

ইরশাদ হয়েছে, ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের অবিশ্বাসীদের অত্যাচারের পাত্র করবেন না। হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের ক্ষমা করুন। আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।’

(সুরা : মুমতাহিনা, আয়াত : ৫)

 

আল্লাহবিমুখরা দ্বিনের ক্ষতি করতে পারে না

ইরশাদ হয়েছে, ‘ … কেউ মুখ ফিরিয়ে নিলে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসার্হ।’

(সুরা : মুমতাহিনা, আয়াত : ৬)

 

আল্লাহ শত্রুকেও বন্ধু করেন

ইরশাদ হয়েছে, ‘যাদের সঙ্গে তোমাদের শত্রুতা আছে সম্ভবত আল্লাহ তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’

(সুরা : মুমতাহিনা, আয়াত : ৭)

 

অহেতুক শত্রুতা নয়

ইরশাদ হয়েছে, ‘দ্বিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।’ (সুরা : মুমতাহিনা, আয়াত : ৮)

 

পরকালবিমুখদের সঙ্গে বন্ধুত্ব নয়

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব কোরো না। তারা পরকালের ব্যাপারে হতাশ, যেমন অবিশ্বাসীরা হতাশ কবরস্থদের ব্যাপারে।’

(সুরা : মুমতাহিনা, আয়াত : ১৩)

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।