বঙ্গ ডেস্ক 2 January 2021 , 6:18:39 প্রিন্ট সংস্করণ
ওরা ক্ষমতার দাপটে হিংসার উত্তাপে জল বাস্পে ওড়ে
ওরা সত্য মিথ্যার কর্ম রচনায় জীবন জীবিকা গড়ে ।
ওরা অহংকার আর অন্যায় পুজি সম্বল করে চলে
ওরা বেহায়ার মতো নির্লজ্জ হয়ে দুঃস্বপ্নের জীবন গড়ে ।
ওরা শাষনের অভাবে এরূপ স্বভাবে গড়েছে জীবন
ওরা বেঁচে থেকেও মরন , মরেও তারা প্রজন্মে হবেনা স্বরন ।
ওরা সারাক্ষন দুনিয়াকে ভাবে স্বর্গ সুখে থাকে শান্তির আয়ুতে
ওরা যে কর্ম করে বিলাসে জীবন গড়ে ধ্বংস হয় তাহাতেই ।
ওরা ছলনার চাতুরীতে কল্পনার বাসুরিতে বহুরূপে হয় দৃশ্যায়ন
ওরা দেহ সজ্জায় পাপের কব্জায় জগতে বন্দি থাকে সারাক্ষন ।
ওরা জানেনা তাদের কথা যারা বিশ্ব ভুবনে বিবেক জয়ি
ওরা নির্মম দুস্কর্মে বিলীন হবে অপেক্ষায় আছে কালো রাত্রি ।
ওরা পাপের ফসলে জ্ঞানের কৌশলে সময়ে মিষ্টি কথায় ভুলায়
ওরা ক্ষমতার দাপটে মিথ্যার জল বাস্পে সকলকে উড়ায় ।
লেখক: খন্দকার মোহাম্মাদ আলী