সারাদেশ

গংগাচড়ায় মাছের সাথে শত্রুতা

  কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ 15 October 2020 , 4:28:37 প্রিন্ট সংস্করণ

রংপুরের গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের পূর্ব কিসামত গ্রামের একটি পুকুরে শত্রুতা বসতঃ রাতের আধাঁরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লক্ষ টাকার মাছ মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুকুরের মালিক কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ভগিরথ মাছহাড়ী এলাকার বাবুল মিয়া আভিযোগ করে বলেন গত বুধবার রাতে নিজ নামীয় জমি গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের পূর্ব কিসামত গ্রামে অবস্থিত পুকুর পাড়ে বাসিন্দা আনছার আলী,কুদ্দুস আলী,বেলাল মিয়া গং শত্রুতা
বসতঃ রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ মেরে ফেলে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে
অভিযোগকারী জানান। গঙ্গাচড়া থানার এএসআই মর্ণেয়া ইউনিয়নের বিট পুলিশিং অফিসার সোলায়মান আলী বলেন
অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content