আব্দুর রহিম (পায়েল) , গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 7 November 2020 , 5:16:45 প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধুর দর্শন সমাবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্যকে ঘিরে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।
আজ শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরের সামনে সমবায়ীদের নিয়ে পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম । পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেল নির্বাহী অফিসার তাসলীমা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বলেন, বর্তমান সরকার দেশে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধামুক্ত,দারিদ্রমুক্ত শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
এলক্ষ্যসমূহ অর্জনের জন্য সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, তিস্তা সংবাদের সম্পাদক মমিনুর ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামান। এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তিগণ সমবায়ের সুবিধার কথা তুলে ধরেন।