সারাদেশ

গঙ্গাচড়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  আব্দুর রহিম পায়েল (গংগাচড়া, রংপুর) প্রতিনিধি 24 August 2020 , 9:22:42 প্রিন্ট সংস্করণ

গঙ্গাচড়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রংপুরের গঙ্গাচড়ায় ২০২০-২১ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ সোমবার মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, কৃষি অফিসার শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার শাহনাজ পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম মোর্শেদ, রাশেদুল কবির, উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাবিবুর রহমানসহ সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। উপজেলার সকল ইউনিয়নের ১৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।