নির্মল রায়, গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ 2 February 2021 , 5:14:17 প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ছাত্রলীগ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি উপহার দেয়ায় উপজেলার লক্ষীটারী ইউনিয়নে আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ লক্ষীটারী ইউনিয়ন শাখার আয়োজনে গত সোমবার সন্ধ্যায় আনুর বাজারে আনন্দ মিছিল শুরু হয়ে মহিপুর বাজারে এসে শেষ হয়। পরে মহিপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক শফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক তারিকুজ্জামান তমজিদ, লক্ষীটারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম রব্বানী, উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক আহবায়ক শফিয়ার রহমান স্বপন, উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি কাওছার হোসেন নয়ন, সাধারণ সম্পাদক জি.এম শাহজালাল। লক্ষীটারী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক দুলাল মিয়ার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন যুগ্ন আহবায়ক আলাল মিয়া।