নির্মল রায় , গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: 29 January 2021 , 5:27:31 প্রিন্ট সংস্করণ
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মোক্তার আলী (৩৮) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের পূর্ব মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে। রায় ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মোক্তার আলী ড্রেজার মেশিন দিয়ে উপজেলার বড়বিল ইউনিয়নের লাঙ্গলের হাট নামক স্থানে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয় করে আসছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত মোক্তার আলীকে এ দণ্ড দেন।
এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলীমা বেগম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে মোক্তার আলীকে এ দণ্ড দেয়া হয়েছে। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।