আব্দুর রহিম (পায়েল) , গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 15 September 2020 , 6:01:43 প্রিন্ট সংস্করণ
রংপুরের গঙ্গাচড়ায় চলতি অর্থবছরে একটি এলজিএসপির ইউড্রেন নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সাংবাদিক নির্মল রায়ের বাড়ি থেকে বাধের পাড় যাওয়ার রাস্তায় বংকিমের দোকানের পাশে ইউড্রেন নির্মান কাজে এ অনিয়ম করা হয়েছে। ১ লাখ ৫ হাজার ৫শত টাকা বরাদ্দের কাজে ৫০ হাজার টাকা ব্যয় না করে প্রকল্পের কাজ শেষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকাসীর।
ইউড্রেন নির্মান কাজ করা শ্রমিক ও এলাকাবাসী জানায়, গত কয়েক দিন আগে প্রকল্প চেয়ারম্যান হিসেবে ওই ইউড্রেনটির নির্মান কাজ শেষ করেন ইউপি সদস্য শরিফুল ইসলাম। সিডিউল অনুযায়ী ইউড্রেনের টপ ঢালাই ৮ ইঞ্চি দেয়ার কথা থাকলেও ঢালাই দেয়া হয়েছে ৭ ইঞ্চি। এছাড়া ইট, সিমেন্ট ব্যবহার করা হয়েছে নি¤œমানের। ইউড্রেনের মোকাগুলো গভীর পর্যন্ত না দেয়ায় এখনই বৃষ্টির পানিতে মোকাগুলো বের হয়েছে। যেকোন মুহূর্তে ইউড্রেনটি ধ্বসে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে থাকা গঙ্গাচড়া এলজিইডির সহকারি প্রকৌশলী শীলা বেগমের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।