ওয়াজেহুল্লাহ সাজেদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি 31 October 2020 , 9:51:50 প্রিন্ট সংস্করণ
রংপুরের গঙ্গাচড়ায় কমিউনিটি পুলিশিং ডে শনিবার (৩১ অক্টোবর) বিকালে পালিত হয়েছে।
“মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” স্লোগানে গঙ্গাচড়া মডেল থানা ও কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির আয়োজনে থানা প্রাঙনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) ও চলতি দায়িত্ব পুলিশ সুপার মধুসূদন রায়। কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির সভাপতি নুর আমিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনর্চাজ সুশান্ত কুমার সরকার।
কমিউনিটি পুলিশিং অফিসার এসআই ফারুক আহম্মেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির উপদেষ্টা লিয়াকত আলী, অধ্যক্ষ নুরন নবী রানা, কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির আহবায়ক নুর আমিন ও সদস্য সচিব আলী আরিফ সরকার রিজু, কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা ইয়াছমিন,কমিউনিটি পুলিশিং বড়বিল ইউনিয়ন সভাপতি মোঃ আওরঙ্গজেব হোসেন বাদশা প্রমুখ।
সভার শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য’র দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কমিউিনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদান রাখায় আইজিপি কর্তৃক কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির সদস্য সচিব সাংবাদিক আলী আরিফ সরকার রিজুকে সম্মাননা স্বারক ও সনদপত্র দেওয়া হয়।
এছাড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য রাখায় এসআই ফারুক ও কমিউনিটি পুলিশিং কোলকোন্দ ইউনিয়ন সভাপতি আসাদুজ্জামান মিঠু চৌধুরীকে জেলা পুলিশ কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়।