সারাদেশ

গঙ্গাচড়ায় চোরাই পথে আসা ভারতীয় পণ্যের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত

  বঙ্গ ডেস্ক 14 September 2020 , 6:46:29 প্রিন্ট সংস্করণ

গঙ্গাচড়ায় চোরাই পথে আসা ভারতীয় পণ্যের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত

রংপুরের গঙ্গাচড়ায় চোরাই পথে নিয়ে আশা ভারতীয় পণ্য গুদামজাত করার সময় ছবি তুলতে গিয়ে সাংবাদিক আব্দুর রহিম পায়েল লাঞ্চিত হয়েছে। এ ঘটনায় লাঞ্চিত সাংবাদিক গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

গত শনিবার বিকেলে গঙ্গাচড়া বাজারে ঘটনাটি ঘটেছে। সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রæত জড়িতদের আইনের আওতায় নেয়ার দাবি জানান।

জানা যায়, গঙ্গাচড়া বাজারের গালামাল ব্যবসায়ী মের্সাস মুকুল ষ্টোরের স্বত্বাধিকারী মুকুল মিয়া দীর্ঘদিন থেকে ভারতীয় মসলা, কোদাল, মলমসহ বিভিন্ন পণ্য চোরাই পথে এনে বিক্রি করেন। গত শনিবার সে আবারও ভারতীয় ওইসব পণ্য চোরাই পথে এনে গুদাম জাত করতে থাকেন। সংবাদ পেয়ে দৈনিক গণ কন্ঠ, দৈনিক পরিবেশ পত্রিকার ফটো সাংবাদিক, বঙ্গনিউজ, আপডেটবার্তা ২৪ রের, সাংবাদিক আব্দুর রহিম পায়েল চোরাই পথে নিয়ে আসা পণ্য গুলো গুদামজাত করার সময় ছবি ধারণ করতে থাকেন। এ সময় মুকুল মিয়ার ছেলে মাহমুদুল ইসলাম ও মাইদুলসহ অজ্ঞাত ২-৩ জন ব্যক্তি সাংবাদিক পায়েলকে ছবি তুলতে বাধা প্রদান করে তার ক্যামেরা কেড়ে নিয়ে শারীরিক ভাবে লঞ্চিত করেন। পরে স্থানীয় সিনিয়র সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে পায়েলের কেড়ে নেয়া ক্যামেরাটি উদ্ধার করেন।

এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।