বঙ্গ ডেস্ক 17 August 2020 , 10:31:30 প্রিন্ট সংস্করণ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ কমিউনিটি ক্লিনিকে ইএসডিও জানো প্রকল্পের উদ্যোগে গতকাল বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন ও দুগ্ধদানকারী মায়ের মাঝে পুষ্টি প্লেট বিতরণ করা হয়েছে। ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি কমিটির সদস্য সাংবাদিক আব্দুল বারী স্বপন, কমিউনিটি ক্লিনিকের সার্পোট গ্রুপ পদ্মা-১ এর আহবায়ক নুর আমিন, সিএইচসিপি রিয়াদ হোসেন। আহবা
এ সময় জানো প্রকল্পের এফও হাবিবা খাতুন, সিভি শারমিন সুলতানা বৃষ্টি, আঞ্জুমানারা বেগম মিনি উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ক্লিনিক এলাকার শিশুর যত্ন ও পরিচর্যা এবং ৬ মাস পর্যন্ত মায়ের দুধদানকারী ও শিশুকে পুষ্টি খাওয়ানো মায়েদের নির্বাচন করে তাদের মধ্যে লটারীর মাধ্যমে দুজন মাকে পুষ্টি প্লেট প্রদান করা হয়।