রংপুরের গঙ্গাচড়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের জরুরী কর্মপরিকল্পনা এর আওতায় করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ খামারীদের সরকারি ভাবে প্রণোদনা দেয়ার লক্ষে সুবিধাভোগী নির্বাচনের জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত লটারীর মাধ্যমে সুবিধাভোগী নির্বাচনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, রাবিয়া বেগম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার নুরুল আজীজ, ভেটেরিনারি সার্জন মাহফুজার রহমান, প্রণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শাহানাজ নাজমীনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় জানায় হাঁস-মুরগী খামারী ১ শত ১১ জন ও ডেইরী খামারী ৬ শত ৫৮ জনকে প্রণোদনা দেয়া হবে।