বঙ্গ ডেস্ক 23 July 2020 , 11:19:57 প্রিন্ট সংস্করণ
রংপুরের গঙ্গাচড়ায় কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে প্রোসপেক্ট প্রকল্পের উপকারভোগীর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। প্রোসপেক্ট প্রকল্প, পল্লীশ্রী’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিএমজেড ও নেটজ এর অর্থায়নে বৃহস্পতিবার (২৩ জুলাই) আলমবিদিতর ইউনিয়নে উপকারভোগীর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল।
এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব, পল্লী উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, পল্লী দারিদ্র বিমোচন অফিসার মশিউর রহমান, ইউপি সদস্য আওলাদ হোসেন, শাহাজুল ইসলাম, পল্লীশ্রী প্রজেক্ট কো-অর্ডিনেটর মোস্তফা কামাল, এরিয়া কো-অর্ডিনেটর মশিউর রহমান প্রমূখ।
উপস্থিত ছিলেন পল্লীশ্রী’র এফএফ আখেরা খাতুন, আনোয়ার হোসেন ছোটন, দেলোয়ার হোসেন, আরজুমা আক্তার, রকিনুজ্জামান বাদল।
উক্ত প্রকল্পের আওতায় গঙ্গাচড়া, মর্ণেয়া, লক্ষ্মীটারী, গজঘন্টা, আলমবিদিতর, বড়বিল ও বেতগাড়ী ইউনিয়নের ১০০টি করে ৭’শ উপকারভোগীর মাঝে ২০ কেজি চাউল, ডাল ৪ কেজি, তেল ১ লিটার, লবণ ২ কেজি, সুজি ১ কেজি, চিনি ১ কেজি, সাবান ৩টি ও মাস্কসহ প্রয়োজনীয় ঔষধ সহায়তা প্রদান করা হয়।