
রংপুরের গঙ্গাচড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিব শতবর্ষ) উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কোলকোন্দ ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) কোলকোন্দ এমএএম উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন ও বিতরণের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম লেবু। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম লুলু, কোলকোন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহেদুর রহমান মনা, সম্পাদক ওমর ফারুক, সহ-সম্পাদক সুজন মিয়া, সহ-সভাপতি আব্দুল মান্নান, সিদ্দিক মিয়াসহ যুবলীগের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা এবং গঙ্গাচড়া উপজেলা শাখার পরামর্শে অত্র ইউনিয়নে ১ হাজার ২’শ বৃক্ষ রোপন ও বিতরণ করা হয়।