সারাদেশ

গঙ্গাচড়ায় সুবিধা বঞ্চিত মহিলাদের মাঝে গাভী ক্রয়ে ঋণের চেক বিতরণ

  আব্দুর রহিম (পায়েল) , গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 9 September 2020 , 9:57:41 প্রিন্ট সংস্করণ

গঙ্গাচড়ায় সুবিধা বঞ্চিত মহিলাদের মাঝে গাভী ক্রয়ে ঋণের চেক বিতরণ

রংপুরের গঙ্গাচড়ায় সমবায় অধিদপ্তরের উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ জন মহিলাকে ১ লাখ ২০ হাজার করে টাকা ঋণ দেয়া হয়েছে।

উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার উপজেলা পরিষদের সামনে গঙ্গাচড়া ও গজঘন্টা ইউনিয়নের নারী উন্নয়ন সমিতির ৫০ জন সদস্যদের মাঝে ঋণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেযারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রুহুল আমিন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।