আব্দুর রহিম (পায়েল) , গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 9 September 2020 , 9:57:41 প্রিন্ট সংস্করণ
রংপুরের গঙ্গাচড়ায় সমবায় অধিদপ্তরের উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ জন মহিলাকে ১ লাখ ২০ হাজার করে টাকা ঋণ দেয়া হয়েছে।
উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার উপজেলা পরিষদের সামনে গঙ্গাচড়া ও গজঘন্টা ইউনিয়নের নারী উন্নয়ন সমিতির ৫০ জন সদস্যদের মাঝে ঋণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেযারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রুহুল আমিন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।