গাইবান্ধায় বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই অভিযান চালায়। এতে সহযোগিতা করে গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা।
জানা যায়, দেশি পেঁয়াজ ৫৮ টাকা কেজি দরে কিনে ৮০ টাকায় ও ভারতের পেঁয়াজ ৪৬ টাকায় কিনে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। আর তাই ভোক্তা অধিকার আইনে তাদের এই জরিমানা করা হয়। গাইবান্ধা শহরের পুরাতন বাজারের চার ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা, নতুন বাজারের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা ও সাদুল্লাপুর উপজেলা শহরের প্রধান কাঁচাবাজারের আড়তে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার খবর শুনে গাইবান্ধার বাজারগুলোতে বেড়েছে পেঁয়াজের দাম। আর তাই গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।