মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে সারাদেশে প্রায় ৭০ হাজারেও বেশী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় (২৬ মে) বুধবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নে নির্মিত ভূমিহীনদের ঘর পরিদর্শন ও তাদের খোঁজ খবর নিতে ছুটে আসলেন ৪নং কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তাকিম বিল্লাহ রাজু ও স্থানীয় এলাকার ব্যাক্তিবর্গ,কানিহারী হেল্পলাইনের এডমিন প্যানেলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
প্রধানমন্ত্রীর উপহার পাকা বাড়ি পেয়ে খুশি ভূক্তভুগী সকলেই।এসময় ঘর পাওয়া ব্যাক্তিদের সাথে কথা বললে তারা বলেন ছিলাম ভূমিহীন এখন ঘর ও জমির মালিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার পেয়ে আমরা অনেক খুশি আমরা তার দীর্ঘায়ু কামনা করি সেইসাথে তারা ধন্যবাদ দিতে ভুলেনি আশরাফ আলী উজ্জল চেয়ারম্যানকেও।