সারাদেশ

ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

  মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 8 September 2020 , 10:37:42 প্রিন্ট সংস্করণ

ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(৮ সেপ্টেম্বর/২০২০) দুপুরে থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর সামনের সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে সমাবেশে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরননবীর সভাপতিত্বে বক্তৃতা করেন, সাবেক সহকারী কমান্ডার গোলাম রাব্বানী, সাবেক ডেপুটি কমান্ডার এমএ কবির, পৌর কমান্ডের সাবেক কমান্ডার ইলিয়াছ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডোমার উপজেলার আহবায়ক আল-আমীন রহমান, জলঢাকা উপজেলা আহবায়ক মো. আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান মো. সজিব প্রমুখ।

বক্তরা অভিযোগ করে বলেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর সন্ত্রাসী হামলা নিছক কোনো চুরির ঘটনা নয়। পরিকল্পিতভাবে হত্যার উদ্যেশ্যে তাদের ওপর ওই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। সরকারের ভেতরে কিছু যুদ্ধাপরাধী পরিবারের সদস্য ঢুকে পরেছে। তারা অনৈতিক কোনো সুবিধা না পেলে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যেদের উপর এভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।