নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কামারপাড়ায় ফুলতি রানি (৬৫) নামের এক বৃদ্ধার গলায় গামছা পেচানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একের পর এক একই এলাকায় বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী ।
সরেজমিনে গিয়ে দেখা যায় , স্বল্প দৈর্ঘ্যের একটি টিনের চালার বাঁশ থেকে ঝুলন্ত ফুলতি রনির মরদেহ নামিয়ে উঠানে রেখেছে তার ছেলে প্রশান্ত (৩৮) । ফুলতি রানি যে চালায় আত্বহত্যা করছেন বলে বলা হয় , সেই ঘরে থাকতেন তার ছেলে প্রশান্ত। অজানা কারনে সেই ঘরে তার মাকে কয়েকদিন থেকে রেখেছিলেন প্রশান্ত ।
এলাকাবাসী বলেন, প্রশান্তর সাথে ফুলতি রানীর তেমন বনিবনা ছিল না । প্রায়ই মা ছেলের ঝগড়া লেগেই থাকত । শুক্রবার দুপুরে হঠাৎ ফুলতি রানীর লাশ গলায় গামছা পেচানোর খবর পেয়ে ছুটে আসে তারা । বছরখানেক আগেও একই পাড়ায় সুমন নামের এক যুবকের মায়ের লাশ একই কায়দায় ঝুলন্ত পেয়েছিল এলাকাবাসী । অনেকেই অভিযোগ করেছেন , সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে ।
এলাকাবাসী আরও জানায় , যথাযথ শাস্তির ব্যবস্থা না হওয়ায় একের পর এক অস্বাভাবিক আত্মহত্যার ঘটনা ঘটছে এই গ্রামে । আমরা আমাদের মুরুব্বিদের হারাচ্ছি অকালে । আমরা ঘটনা গুলোর তদন্তপূর্বক সঠিক বিচারের দাবি জানাচ্ছি ।
ইউপি সদস্য ওলিয়ার রহমান বলেন, আজকে আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়েছিলাম। এসেই শুনি ফুলতি রানি আত্মহত্যা করেছে । পরে প্রশাসন সহ সবকিছু আমি ম্যানেজ করে লাশ পোড়ানোর জন্য ব্যবস্হা করে দিয়েছি ।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার বলেন , ফুলতি রানির আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ।