বঙ্গ ডেস্কঃ 26 September 2020 , 4:07:39 প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জের চিকলী নদীতে আলী হোসেন (৪৫) নামের এক যুবক সকালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন।
জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধলাইঘাট নামক স্থানে দিলালপুর দর্জিপাড়া গ্রামের মৃত কান্দুরা মামুদের ছেলে আলী হোসেন (৪৫) চিকলী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যান।
সেখানে প্রথমে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন কাজ করছেন বলে জানিয়েছেন।
পরে দুপুর সাড়ে ১২ টার দিকে সেখানে রংপুরের ডুবুরি দল আসেন। ওই ডুবুরি দলের প্রধান গোলাম মোস্তফা জানান, দুপুর হতে এখন পর্যন্ত ওই যুবককে উদ্ধার কাজ চলমান আছে। তবে এখনও নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি।