বঙ্গ ডেস্ক 25 July 2020 , 11:30:51 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) কর্তৃক শতাধিক বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে চিলমারী উপজেলার মাটিকাটা বাসস্ট্যান্ড মোড়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহমুদ, চেলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ।
জেলা পুলিশের আয়োজনে এবং চিলমারী মডেল থানার সহযোগিতায় ত্রাণ কার্যক্রমে সামাজিক দুরত্ব মেনে শতাধিক বানভাসী মানুষের মাছে চাল, ডাল, তেল, লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হয়।