আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁও প্রতিনিধি 15 October 2020 , 10:48:26 প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টায় উদীচী জেলা কার্যালয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অ্যাড. আবু সায়েম।
সম্মেলনে সদর উপজেলা শাখার আহবায়ক ফারিহা আফরিন ওইশীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি এবি সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান,সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
ফারিহা আফরিন ওইশীকে সভাপতি, ইউনুস আলী সাধারণ সম্পাদক ও ইয়াসিন আরাফাত হাসুকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পরে সুচরিতা দেবের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্মেলন শেষ হয়।