সারাদেশ

জমির ডিক্রি পেয়েও শান্তিপূর্ণ ভোগ-দখলে বাঁধা

  দিনাজপুর জেলা প্রতিনিধি 14 September 2020 , 10:43:48 প্রিন্ট সংস্করণ

জমির ডিক্রি পেয়েও শান্তিপূর্ণ ভোগ-দখলে বাঁধা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন মুর্শিদহাট এলাকার ৩০ শতাংশ জমি আদালত থেকে ডিক্রি পাওয়ার পরেও স্থানীয় কতিপয় অসাধু ব্যক্তির ষড়যন্ত্রের কারণে নিজ বসত ভিটার জমিতে কোন বাউন্ডারী ওয়াল, গৃহ নির্মাণ ও কোন ধরনের গাছপালা লাগানো সহ কোন কাজ করতে পারছেন না জমির মালিক এহেছান আলী।

 

বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক লিখিত অভিযোগ পত্রের অভিযোগ থেকে জানা যায়, সেতাবগঞ্জ পৌরসভাধীন মুশিদহাট মেীজায় ৩০ শতাংশ জমি মুর্শিদহাট মৌজার বাসিন্দা মোঃ সামসুল হক, মোঃ বদিউজ্জামান, মোঃ রুহুল আমিন, মোঃ জয়নাল আবেদীন, জুলফিকার আলী এর নিকট হইতে বিভিন্ন সময় ক্রয় করেন জমি ক্রয় করার পর নামজারি করে ভোগ-দখলরত অবস্থায় আছেন।

 

জমিটি হাট সংলগ্ন হওয়ায় সীমানা প্রচীর দেওয়ার প্রয়োজন হলে, জমির মালিক ঐ জমিতে ২০১৪ সালে মার্চ মাসে কাজ শুরু করেন। বাড়ির উত্তর কোনে বসবাসকারী আদিবাসী গোষ্ঠির বিপদগামী কিছু ব্যক্তি তাদের মধ্যে পরেশ, রাজেন, রাবিয়া, নিতাই, রহিম চন্দ্র, বাদল রায়, রামু ঋষি, রমেশ ঋসি, ভুষণ, ধেল্লী, চম্পা,নীলা, কারি, টামাটল, আদালী বালা, নরেশ, হাকিম, অন্যতম তারা কোন বাউন্ডারী ওয়াল, দেয়াল, গৃহ নির্মাণ ও কোন ধরনের গাছপালা লাগানো সহ কোন কাজ করতে গেলে বাধা প্রদান নানা ভাবে হয়রানি করে

 

যার ফলে জমির মালিক এহেছান আলী দিনাজপুর জেলা জজ আদালতের বিজ্ঞ সহকারী জজ আদালতে (বোচাগঞ্জ) গত ২০/.০৫/২০১৪ ইং তারিখে উল্লেখিত ব্যক্তিবর্গকে বিবাদী করে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করেন। যাহার মোকদ্দমা নং-১৫/১৪। দীর্ঘদিন মোকদ্দমাটি চলার পর মাননীয় বিজ্ঞ আদালত হইতে বিবাদীগণের বিরুদ্ধে একতরফা বিনা খরচায় ডিক্রি হয়

 

আদালত তাঁর ডিক্রিতে বলেছে যে, “এতদ্বারা বিবাদীগণকে বাদী পক্ষের নালিশী জমিতে শান্তিপূর্ণ ভোগ-দখলে কোন প্রকার বাঁধা সৃষ্টি না করার জন্য চিরতরে বারিত করা হইলে মর্মে ডিক্রি হয়।” সরেজমিনে গিয়ে দেখা যায়, মুশিদহাট, মৌজার জে,এল,নং-৬৮, দাগ নং-০৭, খতিয়াননং-১০৯, জমির পরিমাণ ০.১৯ শতক এবং দাগ নং-০৪, খতিয়ান নং-২১৩ জমির পরিমাণ-১৪ শতাংশ জমির পুরোটাই তারা ব্যবহার করছে, জমিতে অস্বাস্থকর পরিবেশের সৃষ্টি করে রেখেছে

 

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী জমিতে বৃহদাকার গর্ত করছে বলে অভিযোগে জানা যায়। ক্রয়কৃত ঐ জমিতে সমস্ত আইনগত ব্যবস্থাদি সম্পন্ন করে এবং মাননীয় বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করে এবং বিজ্ঞ আদালত হতে মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার পরেও উক্ত জমিতে এখনও পর্যন্ত বিবাদী গণের ষড়যন্ত্র ও বাঁধার কারণে কোন ধরনের নির্মাণ কাজ সম্পন্ন না পারায় উল্লেখিত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।