মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধি 22 September 2020 , 6:23:43 প্রিন্ট সংস্করণ
নীলফামারীর জলঢাকা বিজনেস ম্যানজমেন্ট কলেজের ১২ জন শিক্ষক- কর্মচারীর এমপিও বাতিল করে কারিগরি শিক্ষা অধিদপ্তর ।
মিথ্যা তথ্য দিয়ে ১৪ বছর ৮ মাস এমপিওভোগ করেছে নীলফামারী জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-কর্মচারীরা। প্রতিষ্ঠানটিতে ২য় শিফটে ক্লাস পরিচালনার অনুমতি নিলেও বাস্তবে এ শিফটে কোন ক্লাস পরিচালনা করা হয়নি।
কিন্তু ১৪ বছর ৮মাস ২য় শিফটের এমপিও তুলেছেন। তাই, প্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ ১২ জন শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিল করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) অধিদপ্তর থেকে এ ১২ শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিল করে আদেশে জারি করা হয়েছে।
এমপিও বাতিল হওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছেন, অধ্যক্ষ মো. আবেদ আলী, প্রভাষক মো. সাজেদুর রহমান, মো. জাহিদ ইকবাল, ধনপতি রায়, মো. নূরে আলম সিদ্দিকী, মোসলেম উদ্দিন, আবদুল করিম, প্রদর্শক মো. মসিউর রহমান, কর্মচারী ফিরোজা আক্তার, মো. আজিজুল ইসলাম, জেসমিন আক্তার এবং মো. ডালিমুজ্জামান।
অধিদপ্তর সূত্রে জানাযায়, মিথ্যা তথ্য দিয়ে ১৪ বছর ৮ মাস এমপিওভোগ করেছে নীলফামারী জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-কর্মচারীরা। বিষয়টি তদন্তে ধরা পড়েছে। তাই গত ১৯ আগস্ট কারিগরি মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ ১২ শিক্ষক কর্মচারীর এমপিও বাতিলের নির্দেশ দেয়া হয়েছিল। সে প্রেক্ষিতে তাদের এমপিও বাতিল করা হয়েছে।