মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 13 September 2020 , 10:40:39 প্রিন্ট সংস্করণ
নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের দুইতলা বিশিষ্ট কৃষি ভবন উদ্বোধন করা হয়েছে ।
১৩ সেপ্টেম্বর রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর অবঃ রানা মোহাম্মদ সোহেল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা জাতিয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, যুগ্ম আহবায়ক তাহমিদুর রহমান মিলন প্রমুখ।
১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে গনপুর্ত বিভাগ এটি বাস্তবায়ন করে। এসময় এমপি বলেন বর্তমান সরকার কৃষি কাজ সহজিকরণ করতে নানাবিধ পদক্ষেপ গ্রহন করেছে। এছাড়াও তিনি চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলনের জন্য কৃষকদের সবধরনের সহযোগিতা করতে কৃষি কর্মকর্তা কর্মচারির প্রতি আহবান জানান।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে এমপি রানা মোহাম্মদ সোহেল উপজেলার ২ শত প্রান্তিক কৃষকের মাঝে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরন করেন। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।