সারাদেশ

জলঢাকায় পেঁয়াজ কিনার হিড়িক

  বঙ্গ ডেস্ক: 15 September 2020 , 9:17:57 প্রিন্ট সংস্করণ

জলঢাকায় পেঁয়াজ কিনার হিড়িক

ভারত পিয়াজ রপ্তানী বন্ধ করে দেওয়ায় নীলফামারীর জলঢাকায পিয়াজ কিনার হিড়িক পরেছে। সরেজমিনে গিয়ে দেখাযায় ভারত বাংলাদেশে পিয়াজ রপ্তানী বন্ধ করে দেওয়ায় পিয়াজের দাম বৃদ্ধির আশংকায় জনগন পিয়াজ কিনতে ভীর করেছেন দোকানে। পিয়াজের কেজি ১শত টাকা দামে বিক্রি করছে ব্যাবসায়ীরা।

এদিকে পিয়াজের দাম বৃদ্ধির খবর শুনে আজ মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জিরো পয়েন্ট  মোড়ে পিয়াজ বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দাম বৃদ্ধির কারনে কয়েকজন পিয়াজ ব্যাবসাীকে জরিমানা করে তা আদায় করেন এবং প্রতি কেজি পিয়াজ ৬০ টাকা দামে জনপ্রতি ১ কেজি করে বিক্রি করার নির্দেশ  দেন।

এ-র চাইতে কেউ বেশী বিক্রি  করলে ও চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ও প্রশাসনকে খবর দেয়ার অনুরোধ করেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।