মোস্তাক আহমেদ,কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ 24 November 2020 , 5:59:09 প্রিন্ট সংস্করণ
স্বামী মারা গেছে, সন্তানরা মায়ের খোঁজ রাখেনা, কর্ম না করলে খাবার জোটেনা, থাকার ঘর নেই, পলিথিন দিয়ে চালা তুলে কোন রকমে বসবাস করছিল নছিরন বেওয়া। তার এ দুঃখ দুঃর্দশার কথা
জানতে পেরে সাহার্য্যর হাত বাড়িয়ে দেয় কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের
জহুরা ফাউন্ডেশন। নাজিরদহ ব্যাঙটারী গ্রামের মৃত্যু আঃ বারীর বিধবা স্ত্রী
নছিরন বেওয়া কে প্রায় ৩০ হাজার টাকা খরচ করে এক সপ্তাহ আগে ঘর-বাড়ি
নির্মাণ করে দিয়েছে তারা। বিধবা নছিরন বেওয়া জানায় তার যে থাকার ঘর
ছিল তা ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। পলিথিনের চালা তুলে কোন রকমে বসবাস
করে আসছি। জহুরা ফাউন্ডেশনের লোকজন আমাকে বাড়ী করে দেন। আমি তাদের
জন্য দোয়া করি তারা আমার মতো যাতে অনেক অসহায় মানুষ কে সাহাযর্য
করতে পারে। জহুরা ফাউন্ডেশনের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ জানান, তার দুঃখ কষ্টের কথা লোক মুখে জানতে পেরে আমরা জহুরা ফাউন্ডেশনের পরিচালনা
কমিটির সহকারি পরিচালক মোঃ আশিকুর রহমান মোঃ নাঈমুর রহমান
পরিচালনা কমিটির সদস্য সহ ফাউন্ডেশনের সকল সদস্য মিলে ঘরবাড়ী তৈরি করে
দেয়া হয় রান্নাঘর, টিউবওয়েল, ল্যাট্রিন সহ কিছু রান্না বান্না সামগ্রীও
ক্রয় করে দিয়েছি। আমরা মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই।