সারাদেশ

জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে ২ হাজার চারা গাছ রোপণ

  বঙ্গ ডেস্ক 15 August 2020 , 5:24:12 প্রিন্ট সংস্করণ

জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে ২ হাজার চারা গাছ রোপণ

জাতীয় শোক দিবসকে শক্তিতে পরিণত করতে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম  শাহাদাৎ বার্ষিকি ও শোক দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ ২ হাজার বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন করা হয়।
উপজেলা পরিষদ ও  আওয়ামী যুবলীগের উদ্যোগে শনিবার সকাল ১১ টার সময়। উপজেলা  পরিষদের সামনে গ চারা গাছ রোপনের উদ্বোধন করেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্‌ মোঃ আবুল কালাম বারী পাইলট।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার রোখসানা বেগম, সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ  সম্পাদক মশিয়ার রহমান এবং সাংবাদিক বৃন্দ।
এর পরে দুপুর ১২ থেকে ১২.৩৮ মিনিট পর্যন্ত (জুম আপ্যাপ্স) সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে উপজেলার  ৯ টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীর সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

আরও খবর

Sponsered content