সারাদেশ

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

  প্রতিনিধি 22 July 2020 , 2:37:47 প্রিন্ট সংস্করণ

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। গত ২৪ ঘন্টায়বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ব্রহ্মপুত্র নদের পানি জামালপুর ফেরীঘাট পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় বন্যা শুরু হওয়ায় মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, বন্যায় এ পর্যন্ত  ৩ হাজার ৪০৮. ৫৭০ মেট্রিক টন ভিজিএফ চাল, ৬১০ মেট্রিক টন জিআর চাল, ২১ লাখ ৫০ হাজার টাকা জিআর ক্যাশ, ৫ হাজার প্যাকেট শুকনো খাবার, ২ লাখ টাকার গো- খাদ্য, ২ লাখ টাকার শিশু খাদ্য বরাদ্দ আসে। পর্যায়ক্রমে এসব বিতরণ করা হচ্ছে। ত্রাণের যোগ্য সকল বানভাসীকে ত্রান দেওয়া হবে বলে জানান তিনি। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন, কুড়িগ্রাম ও উজানে ভারী বৃষ্টিপাত হওয়ায় তৃতীয় দফা বন্যা শুরু হয়েছে। এই বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।