সারাদেশ

জেলেদের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

  মির্জা মাহামুদ রন্টু , (নড়াইল জেলা) প্রতিনিধি 15 September 2020 , 5:58:05 প্রিন্ট সংস্করণ

জেলেদের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

নড়াইলে জেলেদের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নড়াইলের নলদী ও মাইজপাড়া ইউনিয়নের ৬০ জন কার্ডধারী জেলে অংশ নেন।

এসময় তারা বলেন, ‘খাল, বিল ও নদীতে নিয়ম মেনে মাছ ধরলে বংশবিস্তারের পাশাপাশি দেশে মাছের ঘাটতি দূর হবে। সেইসঙ্গে মাছের অভয়াশ্রম তৈরি হবে। জেলেদের মধ্যে কোনো হানাহানি ও দ্বন্দ্বও সৃষ্টি হবে না। এছাড়া নিষিদ্ধ জাল ও উপকরণ দিয়ে মাছ ধরা এবং খাল, বিল ও নদীতে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা চলবে না।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা এনামুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন, নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন, পরিদর্শক (তদন্ত) সুকান্ত সাহা, নলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি প্রমুখ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।