রংপুর

ঠাকুরগাঁওয়ে চিনিকলের জমি সম্পদ লুটপাট ও ষড়যন্ত্র রুখতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

  দীপেন রায়ঃ 12 January 2021 , 11:35:27 প্রিন্ট সংস্করণ

চিনিকলের জমি সম্পদ লুটপাট ও ষড়যন্ত্র রুখতে বাবম গণতান্ত্রিক জোটের পক্ষ
থেকে ঠাুকরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও চিনিকলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইসমাইল আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, বাম জোট সমন্বয়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদের কেন্দ্রীয় নেতা রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনছার আলী দুলাল, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় প্রতিনিধি শেখর রায়, গণসংহতি আন্দোলনের দীপক রায়, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, ওয়ার্কাস পার্টি মার্কসবাদী কেন্দ্রীয় নেতা মৃনাল কান্তি বর্মন, জেলা কমিউনিস্ট পার্টির সহ সম্পাদক এ্যাড. আবু সায়েম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আখচাষী ইউনুস আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু।

সমাবেশে রাষ্ট্রীয় চিনিকল বন্ধ না করে আধুনিকায়ন, লোকসানের জন্য দায়ী
নীতিনির্ধারক, দুনর্ীতিবাজ আমলাদের গ্রেফতার, শাস্তি, শ্রমিকদের বকেয়া
বেতন ও কৃষকের আখের মূল্য পরিশোধ, চিনি শিল্পের বহুমুখীকরণের পদক্ষেপ গ্রহন,
উন্নত জাতের আখ উদ্ভাবনে বৈজ্ঞানিক গবেষণা বাড়িয়ে আখ চাষিদের ন্যায্যমূল্যে সার ও কীটনাশক সরবরাহ করার দাবি জানান।

আরও খবর

Sponsered content