সারাদেশ

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের হাতে ব্যবসায়ী খুন

  বঙ্গ ডেস্ক 13 July 2020 , 5:13:12 প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের হাতে ব্যবসায়ী খুন

ঠাকুরগাঁওয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

 

সোমবার (১৩ জুলাই) সকালে জেলার পীরগঞ্জ উপজেলার খটসিংগা এলাকা থেকে আশরাফ আলী নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতে ওই ব্যবসায়ীকে দুর্বৃত্তরা হত্যার পর খটসিংগা এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এখনো কাউকে আটক করা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি প্রদীপ কুমার রায়।

 

এ বিষয়ে থানায় হত্যা মমলা দায়ের করা হবে বলে জানান তিনি।

আশরাফ আলী ওই উপজেলার ২নং কোসারানীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামের মৃত কালু মোহাম্মদের ছেলে।

আরও খবর

Sponsered content